শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ; মুক্তিপণ না দিলে গুম করার হুমকি

প্রবাসী স্বামীকে অপহরণের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করেছেন তার স্ত্রী। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এক প্রবাসী যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে ঐ মামলায় উল্লেখ করা হয়েছে।

অপহরণের শিকার ভুক্তভোগী প্রবাসী হলেন—মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। ওই মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন তাঁর স্ত্রী জেসমিন বেগম। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর কেনোপির বাইরের গেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বাদী জেসমিন আক্তার এজাহারে উল্লেখ করেন-

‘আমার স্বামী ছুটিতে বাংলাদেশে আসার প্রাক্কালে তাঁর পরিচিত আরেক মালয়েশিয়া প্রবাসী একটি টিকিট ও ১০০ গ্রাম স্বর্ণালংকার দেন। ওই প্রবাসী তাকে বলেন—বাংলাদেশে গিয়ে আরেক প্রবাসী মাহফুজের কাছে টিকিট ও স্বর্ণালংকার পৌঁছে দিতে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘গত শুক্রবার (৭ মার্চ) রাত ১১টায় আমার স্বামী বাংলাদেশে অবতরণ করেন। পরে মাহফুজকে ওই টিকিট ও স্বর্ণালংকার দিলে তিনি (মাহফুজ) বলেন, এগুলো তাঁর না। পরে আমার স্বামীর সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মাহফুজসহ তাঁর সহযোগীরা আমার স্বামীকে অপহরণ করে নিয়ে যায়।’

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জেসমিনের অভিযোগ, ‘অপহরণকারীরা আমার ইমু নম্বরে ফোন করে মুক্তিপণের জন্য ১৫ লাখ টাকা দাবি করে। সেই সাথে তারা মুক্তিপণের টাকার জন্য একটি বিকাশ নম্বর ও ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেয়। মুক্তিপণের টাকা না দিলে আমার স্বামীকে (মেহেদী) হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।’

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, ‘অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

তথ্যসূত্রঃ আজকের পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *