বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

সবশেষ

পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে ওমানে দুই প্রবাসীর মৃত্যু

ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে রাউজান ও ফটিকছড়ির দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। ওমানে অবস্থানকারী নিহতদের স্বজনরা জানিয়েছেন, গত শনিবার ওমানের পানজা শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনের মরদেহ ওমানের একটি হাসপাতালে রয়েছে।

নিহত দুই প্রবাসী হলেন, বরিশাল জেলার মোহাম্মদ জসীম উদ্দিন (৪৫), তিনি রাউজানের অস্থায়ী বাসিন্দা ছিলেন ও ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদ সায়মন (২৫)।রাউজানের ওমান প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান জানান, শনিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে একটি পানির ট্যাংক পরিষ্কারের কাজে ট্যাংকের ভেতরে নামেন ফটিকছড়ির সায়মন। দীর্ঘ সময় তিনি উপরে উঠছে না দেখে তার খোঁজে নিচে নামেন জসিম।

পরে তারা দুজনই ভেতর থেকে উঠছে না দেখে অন্যান্যরা পুলিশের সহায়তা চায়। পরে সেখানকার পুলিশ এসে ট্যাংকের ভেতর থেকে দুজনের লাশ উপরে উঠিয়ে আনে। জানা যায়, ট্যাংকের ভেতর জমাট বাঁধা গ্যাসের বিষক্রিয়ায় তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *