সোমবার, ৭ এপ্রিল ২০২৫

সবশেষ

তারেক রহমানের সংস্কার ভাবনা : মানুষের জন্য সুপেয় পানি ও জ্বালানীর নিশ্চয়তাও সংস্কারে আনার আহবান

তারেক রহমান

এই প্রথম দেশের কোন একজন রাজনীতিবিদ, এ দেশের মানুষকে নিয়ে ভিন্নভাবে চিন্তা করে কথা বললেন। এই প্রথম সম্ভবতঃ কোন একজন রাজনীতিবিদ ভিন্নভাবে চিন্তা করছেন, প্রান্তিক মানুষের জীবনের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি এক বক্তৃতায় তিনি বাংলাদেশের মানুষের সুপেয় পানি ও ব্যবহারযোগ্য জ্বালানীকে রাজনৈতিক সংস্কারের ইস্যু হিসেবে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে নিজের বক্তব্যে তারেক রহমান বলেন-

আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার।  এটি আমাদের রাজনৈতিক দলগুলো যারা আমরা জনগণের রায় চাই, তাদের এমন সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলা উচিত। এ দেশের ২০ কোটি মানুষের প্রতিদিনের ব্যবহারযোগ্য কী পরিমাণ পানি প্রয়োজন হয়; প্রতিটি মানুষকে কী আমরা তার ব্যবহারের জন্য যথেষ্ট পিওর পানি সরবরাহ করতে সক্ষম হচ্ছি- আমরা হয়তো হচ্ছি না। তাহলে এই ২০ কোটি মানুষকে আমরা খাবার পানি বলেন আর ব্যবহার্য পানিই বলেন- পিওর পানি আমরা কীভাবে তাদেরকে সরবরাহ করতে পারি- এটি কী একটি সংস্কার প্রস্তাব হতে পারে না? অবশ্যই এটি হতে পারে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন-

আমরা কী চিন্তা করে দেখেছি, সারা বিশ্বে কিন্তু এখন পানি এবং একই সাথে জ্বালিনির একটি ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে। ২০ কোটি মানুষের জ্বালানী ব্যবস্থা কী হবে, কী কী হতে পারে, কিভাবে আমরা জ্বালানী কমফোর্ট দিতে পারি, মানুষকে সেটিও তো সংস্কার প্রস্তাব আমি মনে করি এবং সে ব্যাপারেও আমাদের চিন্তা ও পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা উচিত।

পানি ও জ্বালানীর গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে রাজনীতিবিদদের আচরণ নিয়েও নিজের ভিন্নরকম চিন্তার কথা স্পষ্ট করেছেন তারে রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন-

রাজনীতিবিদদের আমি অনুরোধ করবো- আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি, কথা বলি। এ ব্যাপারেও আমাদের কী কী সংস্কার আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করবো একজন আরেকজনের। কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যেন আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা এড্রেস করতে ভুলে যাবো। আমাদের কাছে অন্যকিছু মুখ্য হয়ে যাবে এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *