বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূচি অনুযায়ী, বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ইউনূস কক্সবাজার যাবেন। সেখানে তাঁরা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার পাশাপাশি আরও কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে তাঁরা একসঙ্গে ঢাকায় ফিরবেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন।