শনিবার, ৫ এপ্রিল ২০২৫

সবশেষ

বিয়ের জন্য দেশে ফেরার কথা ছিল; দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জীবন গেলো

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ফেনীর দাগনভূঞার ব্যবসায়ী কামরুল ইসলাম (৩৩)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। কামরুল উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের অজি উল্যাহ হাফেজ বাড়ির মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

কামরুলের বড় ভাই কামরুজ্জামান জানান-

১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকুরি করার পর নিজে দোকান দেন। সম্প্রতি দেশে ফেরার কথা ছিল কামরুলের। তার বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। বাড়িতে করেছিলেন নতুন ভবনও। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল এ প্রবাসীর।

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। একপর্যায়ে কামরুল লক্ষ্য করে গুলি করে তারা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কামরুজ্জামান বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার মরদেহ দেশে আনার জন্য প্রস্ততি নিচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *