শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সবশেষ

টাইমের ‘১০০ প্রভাবশালী ব্যক্তির’ তালিকায় বাংলাদেশের অধ্যাপক ইউনূস, প্রশংসায় হিলারি ক্লিনটন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার (১৭ এপ্রিল) এই তালিকা প্রকাশ করে। ‘টাইম–১০০’ শীর্ষক তালিকায় অধ্যাপক ইউনূসকে ‘লিডার’ বা ‘নেতা’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছয়টি ক্যাটাগরিতে বিশ্বের নানা অঙ্গনের ১০০ জন ব্যক্তিত্বকে তালিকায় স্থান দেওয়া হয়। নেতা ক্যাটাগরিতে ইউনূসের পাশাপাশি রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রযুক্তি খাতে আলোড়ন তোলা ইলন মাস্ক এবং ভেনেজুয়েলার ‘লৌহমানবী’ হিসেবে খ্যাত বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো

তালিকায় থাকা প্রত্যেকের সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য প্রকাশ করেছে টাইম। অধ্যাপক ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লেখেন,

“গত বছর বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে এগিয়ে আসেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।”

হিলারি আরও লেখেন,

“তিনি ক্ষুদ্রঋণ আন্দোলনের পথিকৃৎ, যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখ লাখ প্রান্তিক জনগোষ্ঠী—বিশেষ করে নারীদের ক্ষমতায়নে ভূমিকা রেখেছেন। তাঁর কাজ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে দারিদ্র্য বিমোচনে অনুপ্রেরণা হয়ে উঠেছে।এখন ইউনূস আরও একবার দেশের জন্য দায়িত্ব নিচ্ছেন—মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিমূলক শাসন এবং একটি ন্যায্য সমাজ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন।”

বিশ্ব রাজনীতি, সমাজ, বিজ্ঞান ও সংস্কৃতি—সবক্ষেত্রেই যাঁরা গত এক বছরে আলোড়ন সৃষ্টি করেছেন, তাঁদের নিয়েই টাইম ম্যাগাজিনের এই বার্ষিক তালিকা। অধ্যাপক ইউনূসের অন্তর্ভুক্তি শুধু বাংলাদেশের জন্য গর্ব নয়, বরং একটি সাহসী গণতান্ত্রিক অভিযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *