রাজধানীর বারিধারায় প্রবাসীদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে এই হাসপাতাল হবে প্রবাসীদেরই—চিকিৎসাসেবা তো থাকবেই, মালিকানাও থাকবে কেবল তাদের হাতে।
বুধবার (১৬ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা এবং প্রবাসে মৃতদের পরিবারকে আর্থিক অনুদান, বিমা ও ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
ড. আসিফ নজরুল বলেন,
“এই হাসপাতালে শুধু প্রবাসীদের চিকিৎসাই নয়, প্রবাসীরাই এর মালিক হবেন। কেবল প্রবাসীরা এখানে শেয়ার কিনতে পারবেন। থাকছে বিশেষ ছাড় ও বিদেশ ফেরতদের জন্য চাকরির ব্যবস্থাও।”
তিনি আরও বলেন, “রেমিট্যান্সের মাধ্যমে আপনারা (প্রবাসীরা) পুরো দেশকে টিকিয়ে রেখেছেন। আমরা যত উন্নয়নের গল্পই বলি না কেন, সেই ভিত্তির মূল অংশীদার হচ্ছেন প্রবাসী কর্মীরা। আপনাদের কষ্টের টাকায় দেশ এগিয়ে যাচ্ছে।”
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্তিতে ইউনূসের ভূমিকা
অনুষ্ঠানে ড. আসিফ নজরুল আরও বলেন,
“জুলাই আন্দোলনের সময় দুবাইয়ে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্ত করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু আমাদের নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তাঁর প্রভাব কাজে লাগিয়ে সেটিকে সম্ভব করে তোলেন। তাঁর এক ফোনেই দুবাই সরকার সেই প্রবাসীদের মুক্তি দেয়।”