প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশ সমস্যার উৎপত্তি দেশের ভেতরেই—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার ‘ফরেন সার্ভিস দিবস’ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন-
“আমরা যেসব কর্মী বিদেশে পাঠাই, তাদের ৮০ শতাংশ সমস্যাই ঢাকা থেকে তৈরি করে পাঠানো হয়। পরে তৈরি হয় ২০ শতাংশ সমস্যা। কিন্তু এই ১০০ শতাংশ সমস্যার সমাধানের দায়িত্ব এসে পড়ে বিদেশি মিশনগুলোর ওপর। সৌদি আরবে যদি ৫০ জন কূটনীতিক থাকে, তারা কীভাবে ১০ লাখ মানুষের সমস্যা সমাধান করবে?”
প্রবাসীদের দুর্দশার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “যে লোকটা দূতাবাসে আসে, সে শখ করে আসে না। অনেক কষ্টে পড়ে আসে, সহায়তার জন্য। আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যেন সে সহায়তা পায়।”
তিনি বলেন, মিশনগুলোতে জনবল বাড়ানোর বিষয়ে উপদেষ্টা পরিষদ একমত, তবে সীমিত সম্পদ ও লোকবলের কারণে চ্যালেঞ্জ রয়েছে। ১৯৭১ সালের ১৮ এপ্রিল কূটনৈতিক বিদ্রোহের গৌরবগাথা স্মরণ করে তৌহিদ হোসেন বলেন, “সেদিনের ঘটনায় মুক্তিযুদ্ধ নতুন মাত্রা পায়, যা বিশ্বজুড়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় তুলে ধরে।”
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি রক্ষা ও পেশাদারিত্ব বজায় রাখাই এখন কূটনীতিকদের বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদসহ অনেকে।