সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব একত্রিত করে ঐকমত্য নির্ধারণে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন-
“ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদে সই করে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব, এরপর যাওয়ার প্রশ্নই আসে না।”
রোববার (২১ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আমীর খসরুসহ ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লা বুলু এবং গণ অধিকার পরিষদের পক্ষে নুরুল হক নুর, রাশেদ খান ও ফারুক হাসান উপস্থিত ছিলেন। আমীর খসরু বলেন-
“সংস্কারের বিষয়টি খোলা না রেখে দিন-তারিখ নির্ধারণ করে এগোতে হবে। এতে জাতির মধ্যে ভুল বার্তা যাবে না।”
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক সংকট বাড়বে। অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করলে আমরা কর্মসূচিতে যাব।” তিনি আরও দাবি করেন, “আওয়ামী লীগ ও ফ্যাসিবাদীদের নিষিদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ দরকার।”