বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সবশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক: দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫:
চীনে সাম্প্রতিক সফরের অগ্রগতি পর্যালোচনা ও দ্বিপক্ষীয় সহযোগিতার পরবর্তী ধাপ নির্ধারণে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি খাতে আলোচনাগুলো দ্রুত প্রকল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

প্রধান উপদেষ্টা বলেন, “চীন সফরের আলোচনাগুলো বাস্তবায়ন করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।” রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আরও দুই-তিন বছর অপেক্ষা না করে আমরা এখনই কাজ শুরু করতে চাই।”

বৈঠকে মংলা ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল, চীন থেকে চারটি জাহাজ কেনা, ১,০০০ শয্যার হাসপাতাল ও চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপন, কুনমিং-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া চীনের বাণিজ্যমন্ত্রীর শিগগিরই ১০০ সদস্যের বিনিয়োগকারী দল নিয়ে বাংলাদেশ সফরের কথা জানানো হয়।

চীন-বাংলাদেশের দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা মাস্টারপ্ল্যান, টিস্তা নদী ব্যবস্থাপনা, পাট ও কৃষিপণ্য রপ্তানি, লোকোমোটিভ কারখানা স্থাপন এবং সংস্কৃতি ও ভাষা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবও দেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন, বিশেষ সহকারী ফাইজ তাইয়্যেব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজউদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *