বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সবশেষ

প্রধান উপদেষ্টাকে ঘিরে ‘ইসরায়েলকে সহায়তা’ গুজব, ফ্যাক্টচেক বলছে—সম্পূর্ণ ভিত্তিহীন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন—মুফতি আলাউদ্দিন জিহাদী নামের এক বক্তার এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও, ফ্যাক্টচেক বলছে এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনলাইন পোর্টাল ‘বাংলা ইনসাইডার’ ভিত্তিহীন তথ্য দিয়ে এ গুজবের সূত্রপাত ঘটায়। পরে রিউমার স্ক্যানারসহ নিরপেক্ষ ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর অনুসন্ধানে নিশ্চিত হয়—ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো সূত্রে এমন অর্থ সহায়তার প্রমাণ মেলেনি।

গ্রামীণ আমেরিকা বা ইউনূস সেন্টার থেকেও এ খবর অস্বীকার করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এই অপপ্রচার মূলত ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্রের অংশ। সরকার শান্তিপ্রিয় আলেম ও সাধারণ নাগরিকদের বিভ্রান্ত না হয়ে এ ধরনের গুজব প্রতিহত করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *