প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন—মুফতি আলাউদ্দিন জিহাদী নামের এক বক্তার এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও, ফ্যাক্টচেক বলছে এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনলাইন পোর্টাল ‘বাংলা ইনসাইডার’ ভিত্তিহীন তথ্য দিয়ে এ গুজবের সূত্রপাত ঘটায়। পরে রিউমার স্ক্যানারসহ নিরপেক্ষ ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর অনুসন্ধানে নিশ্চিত হয়—ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো সূত্রে এমন অর্থ সহায়তার প্রমাণ মেলেনি।
গ্রামীণ আমেরিকা বা ইউনূস সেন্টার থেকেও এ খবর অস্বীকার করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এই অপপ্রচার মূলত ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্রের অংশ। সরকার শান্তিপ্রিয় আলেম ও সাধারণ নাগরিকদের বিভ্রান্ত না হয়ে এ ধরনের গুজব প্রতিহত করার আহ্বান জানিয়েছে।