বুধবার, ৭ মে ২০২৫

সবশেষ

সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার; আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘন

 

সৌদি আরবে ব্যাপক নিরাপত্তা অভিযানে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রবাসীকে আটক করা হয়েছে। বিষয়টি গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ২০ হাজার ৬৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ এ অভিযানে আইন অমান্যকারীদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৩৭২ জন আবাসন আইন, ৪ হাজার ৭৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন। এছাড়া, সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় এক হাজার ২৬৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় আরও ২৭ সৌদি বাসিন্দাকেও আটক করা হয়েছে, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় ও সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে গ্রেপ্তার হওয়া ৩২ হাজার ৪১৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর মধ্যে ৩০ হাজার ৩৮ জন পুরুষ এবং দুই হাজার ৩৭৯ জন নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *