মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

সবশেষ

যুক্তরাষ্ট্র থেকে ফিরলো ৫ অবৈধ অভিবাসী বাংলাদেশি; আরও ফেরতের আভাস

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঁচজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) দুপুরে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। যুক্তরাষ্ট্র ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও শনাক্ত করে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই পাঁচ বাংলাদেশিকে প্রথম ধাপে দেশে ফেরত পাঠানো হলো।

জানা গেছে, এই পাঁচ অভিবাসীর মধ্যে কুমিল্লার একজন, নোয়াখালীর দুজন, চট্টগ্রামের একজন এবং সিলেটের একজন রয়েছেন। তাদেরকে বহনকারী গ্রিফন এয়ার একটি মার্কিন সামরিক বাহিনীর জন্য নির্ধারিত চার্টার বিমান সংস্থা, যা বিশেষ অভিবাসন কার্যক্রমে ব্যবহৃত হয়।

সম্প্রতি একই ধরনের বিমানে ভারতের ৭ শতাধিক, পাকিস্তানের ৩৫ এবং নেপালের ৩১ জন অবৈধ অভিবাসীকেও গ্রেফতার করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে ধাপে ধাপে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *