চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা। রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো দিয়ে এসেছে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।
এদিকে, চলতি বছরের মার্চ মাসে এক মাসে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৩ সালের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহও ছিল উল্লেখযোগ্য, যার মধ্যে জুন ও ডিসেম্বরে এসেছে যথাক্রমে ২৫৩ কোটি ৮৬ লাখ এবং ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।