বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সবশেষ

ইতালিতে পাড়ি জমানো বাংলাদেশিদের সংখ্যা দ্বিগুণ, বিপদজনক যাত্রার শীর্ষে বাংলাদেশিরা

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো বাংলাদেশিদের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর সর্বশেষ তথ্যে জানা গেছে, ২০২৫ সালের প্রথম দুই মাসে মোট ২,৫৮৯ জন বাংলাদেশি ইতালির উপকূলে পৌঁছেছেন। অথচ ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ১,২০৬ জন।

এই প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অভিবাসন বিশ্লেষকরা। তাদের মতে, দেশে দীর্ঘস্থায়ী সামাজিক ও অর্থনৈতিক সংকট এবং ইউরোপে স্বপ্নের চাকরির লোভই এধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসনের মূল কারণ। ইউএনএইচসিআরের ‘ইটালি সি অ্যারাইভালস ড্যাশবোর্ড’-এর ফেব্রুয়ারির প্রতিবেদনে বলা হয়েছে, “তারা সবাই লিবিয়া থেকে যাত্রা শুরু করেছেন।” দীর্ঘদিন ধরেই লিবিয়া মানব পাচারকারীদের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এ বছর জানুয়ারিতে ১,২০৬ জন এবং ফেব্রুয়ারিতে ১,৩৮৩ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন। বিপরীতে, গত বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৫৮৫ জন এবং ফেব্রুয়ারিতে ৬২১ জন। এই প্রবণতায় বাংলাদেশ এখন ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো শীর্ষ জাতীয়তা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *