বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সবশেষ

এক জালে ৬০ মণ ইলিশ; সাড়ে ১৪ লাখ টাকায় বিক্রি

ইলিশ মাছ

নাফ নদীতে জাল ফেলে ভাগ্যের উপর ভরসা করে অপেক্ষায় ছিলেন জেলেরা। কিন্তু নদী থেকে জাল তুলে তো তারা বিস্মিত হয়ে গেলেন। দেখলেন তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ।ওজনে ৬০ মণ।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ ঈমান হোসেনের জালে মাছগুলো ধরা পড়ে। সব মিলিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ টাকায় মাছগুলো টেকনাফের কায়ুকখালীয়া বাজারে বিক্রি করা হয়েছে।

স্থানীয় জেলেরা জানিয়েছে, ১০০ থেকে ১৫০ ফুট লম্বা ছিল জালটি। জোয়ারের সময় মাঝিরা নাফ নদীতে জালটি ফেলে আসেন। তারপর সন্ধ্যার দিকে ভাটা শুরু হলে জাল তোলা শুরু হয়। ঝাঁকে ঝাঁকে মাছের কারণে জাল তোলার সময় ১২ জন জেলে লেগেছে।

মাছ ব্যবসায়ী আবদুর রশিদ বলেন- প্রতি কেজি ইলিশ ৬০০ টাকায় কিনেছেন তিনি। সব মিলিয়ে দাম দিয়েছেন ১৪ লাখ ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান-

“গত শনিবার মধ্যরাতে ২২ দিনের ইলিশ প্রজনন মৌসমের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলেরা কোনো ধরনের মাছ শিকার করতে নাফ নদী ও সাগরে নামেননি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই এক জেলের জালে হঠাৎ প্রচুর ইলিশ ধরা পড়ার খবর শুনেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *