ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫:
বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সুখ–দুঃখ, সংগ্রাম–সাফল্য এবং তাদের জীবন বাস্তবতার কথা তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করা প্রবাসীদের বিশেষায়িত নিউজ পোর্টাল ‘প্রবাস কথা’ এখন সরকারি নিবন্ধনপ্রাপ্ত গণমাধ্যম। গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ‘প্রবাস কথা’ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে। এর মাধ্যমে প্রবাসীদের কণ্ঠস্বর আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হলো এই অনলাইন গণমাধ্যমটির জন্য।
বাংলাদেশের প্রায় ১ কোটি প্রবাসী প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ, অভিবাসনের পথে মানবপাচার, কর্মক্ষেত্রে অধিকারহানি ও নানা বঞ্চনার শিকার হন অনেকেই।
এই কোটি প্রবাসীর বাস্তব জীবন, তাদের প্রেরণাদায়ক গল্প, এবং নানাবিধ সমস্যার কথা তুলে ধরার উদ্দেশ্যেই ২০১৫ সালের নভেম্বরে অনুসন্ধানী সাংবাদিক মুনজুরুল করিমের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সূচনা হয় ‘প্রবাস কথা’র।
এরপর থেকে প্রবাসীদের সুখ–দুঃখ ভাগ করে নেওয়ার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয় ‘প্রবাস কথা’। প্রবাসীরা এই মাধ্যমে তুলে ধরেন তাদের জীবনের গল্প, অভিযোগ, অর্জন এবং প্রতিদিনের সংগ্রামের কথা। বিশেষ করে করোনা মহামারীর সময়ে, প্রবাসীদের জন্য তথ্যভিত্তিক সংবাদ ও সহায়ক বার্তা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্ল্যাটফর্মটি।
‘প্রবাস কথা’ ইতোমধ্যে প্রবাসী সাংবাদিকতা ও সচেতনতা তৈরির স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে ব্র্যাক মাইগ্রেশনের ‘প্রত্যাশা অ্যাওয়ার্ড’ অর্জন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে গিয়ে প্রবাসীদের সংবাদ ও অভিবাসনজীবনের গল্প নিয়মিতভাবে প্রকাশ করতে www.probashkotha.com ওয়েবসাইট চালু করে প্ল্যাটফর্মটি।
নিবন্ধনপ্রাপ্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ‘প্রবাস কথা’র সম্পাদক ও প্রকাশক মুনজুরুল করিম বলেন—
“প্রবাস কথা মূলত প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত গণমাধ্যম, তবে দেশের খবরেরও প্রাধান্য থাকবে এখানে। কারণ প্রবাসীরা যে দেশেই থাকুক না কেন, তাদের মন পড়ে থাকে বাংলাদেশে। তারা জানতে চান দেশের খবর, দেশের উন্নয়ন, দেশের গল্প।”
সরকারি নিবন্ধন প্রাপ্তির এই মাইলফলক অর্জনের জন্য তিনি দেশের সকল প্রবাসী, শুভানুধ্যায়ী ও পাঠকের প্রতি কৃতজ্ঞতা জানান।







