রবিবার, ২ নভেম্বর ২০২৫

সবশেষ

ভালোবাসার টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ায়, সুরমাকে বিয়ে করতে এসেছেন ওয়াং তাও

ভাষা, সংস্কৃতি আর হাজার মাইল দূরত্ব—সব বাধা পেরিয়ে ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক তরুণ। চীনের হোয়ানান প্রদেশের বাসিন্দা ওয়াং তাও (৩৬) বিয়ে করতে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তরুণী সুরমা আক্তারকে (২২)।

গত শুক্রবার রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সুরমা ও তাঁর পরিবারের সদস্যরা ওয়াং তাওকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে নিয়ে আসেন। আজ রোববার আদালতের মাধ্যমে মুসলিম রীতি অনুসারে তাঁদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তরুণীর পরিবার।

প্রেমের সূচনা ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপে

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দেড়-দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমের ডেটিং অ্যাপ ‘ওয়ার্ল্ড টক’-এর মাধ্যমে ওয়াং তাও ও সুরমার পরিচয় হয়। নিয়মিত চ্যাট ও ভিডিও কলে তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ায় প্রেমে। ভাষাগত বাধা কাটাতে তাঁরা ট্রান্সলেটরের সাহায্যে কথা বলতেন। সম্পর্কের বিষয়টি দুই পরিবার জানার পর পারস্পরিক সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

চীনা বরকে দেখতে ভিড়

ওয়াং তাও চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাওয়ের ছেলে। চীন থেকে দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে, শনিবার দুপুরের পর থেকেই সুরমার বাড়িতে তাঁকে একনজর দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

ইসলাম ধর্ম গ্রহণের প্রস্তুতি

সুরমার মা নুরেনা বলেন, “আমার মেয়ের ভালোবাসা পেতে চীন থেকে এত দূর এসেছে ও। ও কোনো ধর্ম অনুসরণ করে না। তবে মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে। রোববার আদালতের মাধ্যমে মুসলিম রীতি অনুসারে বিয়ে সম্পন্ন হবে। দুই পরিবারেরই এতে সম্মতি আছে, আমরা সবাই খুব খুশি।”

পুলিশের নিশ্চিতকরণ

নাসিরনগর থানার কুন্ডা বিটের উপপরিদর্শক (এসআই) জাহান-ই-আলম জানান, “আমরা বিষয়টি জানার পর কুন্ডা গ্রামে যাই। পাসপোর্ট দেখে নিশ্চিত হই যে যুবক চীনের নাগরিক। তাঁদের পরিচয় ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে। ইংরেজি না জানায় তাঁরা ট্রান্সলেটর ব্যবহার করে যোগাযোগ করতেন। তরুণী জানিয়েছেন, ওয়াং তাও আজ ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।”

তিনি আরও জানান, ওয়াং তাও বাংলাদেশে এক থেকে দেড় মাস অবস্থান করবেন। এরপর হয়তো তিনি সুরমাকে সঙ্গে নিয়ে চীনে ফিরে যাবেন অথবা পরে নিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *