বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আগামী তিন বছরের জন্য (২০২৬–২০২৮ কার্যকাল) তিনি আবারও দলটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।
শনিবার রাতে দলটির প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আজ রোববার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গোপন ব্যালটে ভোট গ্রহণ
জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্য (রুকন)দের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্ধারিত সময়ের মধ্যে গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়, যেখানে সর্বাধিক ভোট পেয়ে পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
তিন বছরের নতুন কার্যকাল
এই নির্বাচনের মাধ্যমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকবেন তিনি। দলীয় নেতাকর্মীদের মধ্যে তাঁর পুনর্নির্বাচনকে ধারাবাহিক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।






