বুধবার, ৫ নভেম্বর ২০২৫

নভেম্বরের প্রথম ৩ দিনেই ৩৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স; প্রবৃদ্ধি প্রায় ৪৯ শতাংশ

নভেম্বর মাসের প্রথম তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের ২২১ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৪৮ দশমিক ৯ শতাংশ বেশি। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ হাজার ৪৭৫ মিলিয়ন (১০.৪৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন (৯.১৬ বিলিয়ন) ডলার।

শুধু প্রথম চার মাসেই (জুলাই–অক্টোবর) প্রবাসী আয় দাঁড়িয়েছে ১০.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বাজার এখন তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে। হুন্ডির প্রভাব কমে আসায় প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই রেমিট্যান্স পাঠাতে বেশি আগ্রহী।

একজন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং চ্যানেলের প্রতি প্রবাসীদের আস্থা বেড়েছে। ব্যাংকিং রেট এখন খোলা বাজারের কাছাকাছি থাকায় তারা বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহী হচ্ছেন।”

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় থাকলে চলতি অর্থবছরের শেষে রেমিট্যান্স আয় আগের বছরের তুলনায় রেকর্ড পরিমাণে বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *