মালয়েশিয়ার জহুর বারুর পেকান নানাস ক্যাম্পে আটক এক অসুস্থ ও বাকপ্রতিবন্ধী বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘদিন কোনো পরিচয়পত্র বা যোগাযোগের তথ্য ছাড়াই তিনি ক্যাম্পে ছিলেন। হাইকমিশনের উদ্যোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও দেশের বিভিন্ন জেলার মানুষের সহযোগিতায় তার পরিচয় নিশ্চিত হয়।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, সম্প্রতি পেকান নানাস ক্যাম্পে সেবা প্রদানকালে হাইকমিশনের কর্মকর্তারা ওই ব্যক্তিকে শনাক্ত করেন। কথা বলতে না পারায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। এরপর ১ অক্টোবর হাইকমিশনের ফেসবুক পেজে তার পরিচয় শনাক্ত করতে তথ্য চেয়ে পোস্ট দেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশের পাঁচটি জেলা থেকে বিভিন্ন তথ্য আসে। যাচাই-বাছাই শেষে নরসিংদীর তথ্য সঠিক প্রমাণ হয়। নরসিংদী সাদরের উপজেলা নির্বাহী অফিসারের যাচাইকৃত তথ্য অনুযায়ী তার নাম মো. জাহাঙ্গীর আলম, পিতা মৃত গিয়াস উদ্দিন, গ্রাম ও ডাকঘর চরদিঘলদী, ওয়ার্ড ৮, মাধবদী থানা, নরসিংদী।
হাইকমিশন জানায়, জাহাঙ্গীর আলমের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং সরকারি খরচে ৭ নভেম্বর টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সেদিনই তাকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে হাইকমিশন।
জাহাঙ্গীর আলমের পরিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে হাইকমিশন। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।








