রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
এর আগে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল (২২), অয়ন (২২), আতিকুর রহমান (২১), ইমরান (২১), মেহেদী হাসান (২১), স্বপন (২০), স্বাধীন (২১), আসাদুল (২২), শাকিল (২০), সাব্বির (১৯), রবিন (২৬), আল আমিন (২০), শাওন (১৬), ওমর (৩০) ও বাবু (২৩)। এসময় তাদের হেফাজত থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত। অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।








