বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই তাঁর দ্রুত সুস্থতার প্রত্যাশা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি—যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে দেয়।
ডা. জাহিদ জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। তাঁর ভাষায়, “সকলেই চেষ্টা করছেন, ধৈর্য ধরুন।” তিনি জানান, যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসছেন, এবং তারা বিদেশে নেওয়ার পরামর্শ দিলে সেই সিদ্ধান্ত বিবেচনা করা হবে। তবে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
আরও পড়ুনঃ ভোটারদের হারানো আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ইইউ রাষ্ট্রদূত
এর আগে সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে।
৮০ বছর বয়সী এই প্রবীণ নেত্রী লিভার সিরোসিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দেশি-বিদেশি চিকিৎসকরা নিরন্তর তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।








