রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ইরানে স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা

ইরান কর্তৃপক্ষ দেশটির অন্যতম বৃহৎ স্বর্ণখনি শাদানে নতুন একটি বিশাল স্বর্ণের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সোমবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মজুতকে ইরানের গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই এই আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছে।

পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণখনিতে এই নতুন মজুত আবিষ্কারের ফলে খনির মোট স্বর্ণ মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে রয়েছে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক। বিশেষ করে তুলনামূলক সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিক দেশের খনিশিল্পে বড় সুবিধা হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুনঃ সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

ইরান কখনোই জাতীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে স্বর্ণ ক্রয় প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানান, ২০২৩–২৪ সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি ছিল। কর্মকর্তাদের মতে, এই নতুন আবিষ্কার নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

ইরানে বর্তমানে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে, যার মধ্যে জারশোরান খনি সবচেয়ে বড়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে। এছাড়া, ডলারের বিপরীতে রিয়ালের ক্রমাগত অবমূল্যায়ন ও তীব্র মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানি স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। সোমবার খোলা বাজারে এক ডলার প্রায় ১১ লাখ ৭০ হাজার রিয়াল এবং ইউরো প্রায় ১৩ লাখ ৬০ হাজার রিয়ালে লেনদেন হয়েছে।

এর আগে সম্প্রতি পাকিস্তানেও স্বর্ণের বড় মজুত আবিষ্কারের খবর আসে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায় পাওয়া সেই মজুতের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *