শ্রদ্ধার সাথে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজ সিরিজের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।
ব্রিসবেনে শুরু হওয়া দিবারাত্রির পিংক বল টেস্টে সৈকত মাঠে ছিলেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে, সঙ্গে ছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন নিতিন মেনন।
এর আগে পার্থ টেস্টে সৈকত টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচে ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথকে আউট ঘোষণা করে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। মাঠের আম্পায়ার নিতিন মেনন প্রথমে ‘নট আউট’ ঘোষণা করেছিলেন, কিন্তু ডিআরএস এবং স্নিকোমিটারের স্পাইক দেখা পর সৈকত সিদ্ধান্ত বদলিয়ে আউট দেন।
আরও পড়ুনঃ সীমান্তে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রমাণ থাকলে অন-ফিল্ড সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব। সৈকতের এই পদক্ষেপে কোনো নিয়মের লঙ্ঘন হয়নি। পার্থ টেস্ট শেষে ব্রিসবেনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেকটি মাইলফলক।
২০২৪ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলের সদস্য হন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অন-ফিল্ড দায়িত্ব পালন করেছেন।








