বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্রিফ দুপুরে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় জমেছে দলের নেতা-কর্মীদের। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্রধান ফটকের বাইরে বিভিন্ন স্থান থেকে আগত সমর্থকদের দেখা যায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানিয়েছেন, খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত তথ্য আজ দুপুর সাড়ে ১২টায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রকাশ করবেন।

হাসপাতাল এলাকা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা রয়েছে। প্রধান ফটকের সামনে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে। এসময় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া হাসপাতালের কাছাকাছি দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষা-উড্ডয়নের কথা থাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

হাসপাতালের এক সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর রোববার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের বাইরে উপস্থিত সাধারণ মানুষ এবং নেতা-কর্মীরা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তারা হাসপাতালে এসেছেন। কিছু মানুষ স্বেচ্ছায় আসেন, আবার অনেকে দলীয় দায়িত্বে এখানে উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *