রাজধানীর কাকরাইল মোড়ে বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত লালদিয়া-পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে কিছু বিক্ষোভকারীর ওপর লাঠিপেটা করা হয়। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাসহ কয়েকজন আহত হয়েছেন।
বিক্ষোভের আয়োজন করেছিল বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট। সমাবেশ শেষে মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন হয়ে কাকরাইল মোড় পর্যন্ত এগোয়। পুলিশ জানিয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ থাকায় বাধা দেওয়া হয়।
বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ চালিয়ে যান। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ জানিয়েছেন, পুলিশের আচরণ শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা হিসেবে দেখা উচিত। এছাড়া, আগামীকাল বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।








