বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাত বা আগামীকাল সকালে যুক্তরাজ্যে নেওয়া হবে। এই সিদ্ধান্ত খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন এবং গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। ফুসফুসে সংক্রমণের কারণে তার অবস্থা গুরুতর এবং গত বৃহস্পতিবার থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ নতুন বাংলাদেশ গঠনে নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা প্রধান উপদেষ্টার
খালেদা জিয়ার চিকিৎসা একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। বোর্ডে রয়েছেন দেশি-বিদেশি চিকিৎসকরা, যেমন: তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও বুধবার যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন, যা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করবে।







