রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

সংসদ নির্বাচনের তফসিল ৮-১৫ ডিসেম্বরের মধ্যে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। এ ছাড়া ভোটের দিন সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭টা থেকে বিকেল ৪টা করা হবে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সানাউল্লাহ বলেন, আজ দশম সভা হয়েছে। শিগগির তফসিল ঘোষণা করা হবে। চলতি সপ্তাহে যে কোনও এক সময়ে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।

এ সময় তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। তিনি বলেন, তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *