সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ইসমাইল ও শরীফ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে সাভার পৌরসভার পশ্চিম রাজাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল (২৭) রাজবাড়ি জেলার কালুখালি থানার পারকুলা এলাকার মোঃ সুলতান শেখের ছেলে এবং শরীফ (৩৮) ঢাকা জেলার আশুলিয়া থানার গেরুয়া এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম রাজাসন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ইসমাইল ও শরীফকে গ্রেপ্তার করে এসআই মোঃ জুয়েল মিয়া ও তার সংগীয় ফোর্স।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন এবং দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।








