মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

দেশ ও জাতির সেবায় সবসময় প্রস্তুত : নৌবাহিনী প্রধান

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় পাশে থাকে বলে মন্তব্য করেছেন নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী দেশ ও জাতির ক্রান্তিলগ্নেও পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের ক্লান্তিকালে সকল গুরুত্বপূর্ণ সময়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও বলেন তিনি।

এসময় বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিপ অফ নেভাল স্টাফ পারসোনেল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিএনসিসি অধিদপ্তরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু স‌ঈদ আল মস‌উদসহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *