নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিষয়টি বুধবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
এর আগে একই দিন বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন সিইসি। রেকর্ডিং শেষে নির্বাচন কমিশনারদের সঙ্গে তাঁর কক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ভাষণটি আগামীকাল সন্ধ্যায় সম্প্রচার করা হবে এবং তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।








