বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ আজ সাভারের আরভিএন্ডএফ ডিপোতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
ডিপোতে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান আরভিএন্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া। এ সময় সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আরভিএন্ডএফ কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরভিএন্ডএফ কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অগ্রসর হতে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতে সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি আরভিএন্ডএফ কোরের গৌরবময় ঐতিহ্য ও দেশের সেবায় তাদের অবদানের প্রশংসা করেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
সম্মেলনে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর আরভিএন্ডএফ কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি। সাভার আরভিএন্ডএফ ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য অনুযায়ী তাকে কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ পরিয়ে দেওয়া হয়।








