বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

আমাদের নেতা খুব শিগগিরই আসবেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে নির্বাচনি তফসিল ঘোষণা হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশে এমন একটি প্রতিনিধিত্ব পার্লামেন্ট গঠন করবো, যে পার্লামেন্ট বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। আর তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা তারেক রহমান।’

তিনি বলেন, ‘আমি আপনাদের মধ্যে স্বতস্ফূর্ততার অভাব দেখছি। আপনারা গত ১৫ বছর লড়াই করেছেন। তার আগেও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকের এই নির্বাচনের লড়াইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। সবচেয়ে কঠিন লড়াই। এই লড়াই একটি শক্তির বিরুদ্ধে সামনে দিকে এগিয়ে যাওয়ার লড়াই। আপনাদের শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশ গড়ার যে নির্দেশনা তারেক রহমান দিয়েছেন এটা বাংলাদেশে রাজনীতিতে অভিনব। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এ নির্বাচন সেই আওয়ামী আমলের নির্বাচন নয়। এ নির্বাচন হবে একটা পুরোপুরি নিরপেক্ষ নির্বাচন। সেখানে জিততে হলে জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্র আনতে হবে এবং আপনার পক্ষে তার ভোট দেওয়াতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কে নমিনেশন পেলো আর কে পেলো না- এখন সেই চিন্তা করার সময় নয়। আমি সব সময় মনে করি, বিএনপি একটা ফরোয়ার্ড লুকিং পার্টি। বিএনপি সবসময় জনগণের সমানে অগ্রবর্তী চিন্তগুলোই তুলে ধরেছে।’

ফখরুল বলেন, ‘বিএনপি জাতিকে লিড করবে। সামনের দিকে নিয়ে যাবে। তারই প্রমাণ, আজ আমাদের তারেক রহমান সাহেব একেবারে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছেন। সেগুলো যদি আমরা জনগণের কাছে পৌছে দিতে পারি তবে নিশ্চিত জনগণ তা গ্রহণ করবে এবং বিএনপির ধানের শীষে ভোট দেবে।’

তিনি বলেন, ‘আমাদের নেতার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে। এখন লড়াই হলো, এই নির্বাচনে জয়লাভ করার লড়াই। এ লড়াইয়ে আমাদের পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। যেন বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। অনেক বাধা আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি। পরাজিত হবে না বন্ধুগণ। কারণ, বিএনপি হলো এই দেশের জনগণের দল। বিএনপি হলো মুক্তিযুদ্ধের দল। বিএনপি গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সব সময় মাথার ভেতর রাখবেন। আপনাদের সফলতা দেবে ইস্পাত দৃঢ় ঐক্য ও সামনের দিকে যাওয়ার চেতনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *