বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার দিন তাকে এমন সংবর্ধনা দেওয়া হবে, যা অতীতে কোনো নেতাকে দেওয়া হয়নি।
রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় আমরা উদ্বিগ্ন। তবে আমাদের কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। কিন্তু পলাতক ফ্যাসিস্টরা পাশ্ববর্তী দেশ থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা হাদি ও এরশাদুল্লাহকে হত্যার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে।
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের মানুষকে ভাবতে হবে, তারা স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে থাকবে নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তির পক্ষে থাকবে। আমি মনে করি, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, আসন্ন নির্বাচনে দুইটা শক্তি আছে। একটা উদার গণতন্ত্রপন্থি শক্তি। আরেকটা পিছিয়ে পড়া শক্তি। যারা ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়, সেই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যেভাবে উঠেছিল ১৯৭১ সালে। তারা এখন এমনভাব দেখাচ্ছে যে, তারা নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে।
তিনি বলেন, নতুন ফ্যাসিস্ট আবার জাগতে আমরা দিতে পারি না। পিছিয়ে পড়তে দিতে পারি না। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে।








