রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রবাসীর বাড়িতে ডাকাতি ৪০ লাখ টাকার ক্ষতি!

বাগেরহাট সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারটির।

শনিবার রাত ৪টার দিকে ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় জাপান প্রবাসী খন্দকার রবিউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মাসুম খান।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ঘটনার সময় রবিউল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আবু জাফর, তাঁর স্ত্রী, বড় ছেলে ও পুত্রবধূ বাড়িতে ছিলেন। ভোরে আবু জাফর বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে। পরে তার হাত-পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও জিম্মি করা হয়।

এরপর ডাকাতরা বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুট করে নেয়।

পরিবারটির দাবি, এ ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা ধারণা করছেন, ডাকাতরা কৌশলে ছাদে উঠে গেট ভেঙে ঘরে প্রবেশ করে।

খন্দকার আবু জাফর বলেন, “আমাদের সবাইকে বেঁধে রেখে ঘরের সবকিছু তছনছ করে নিয়ে গেছে। অস্ত্রের মুখে কিছু বলার সুযোগও ছিল না।” বাড়ির বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম বলেন, তিনিও একসময় জাপানে বসবাস করতেন। ডাকাতরা তাঁর কক্ষেও তল্লাশি চালায়।

তিনি বলেন, “সব নিয়ে যাওয়ার সময় ডাকাতরা আমাদের হত্যার হুমকি দিয়েছে। পুলিশকে জানালে আবারও আসবে বলে ভয় দেখিয়েছে।” খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম বলেন, ডাকাতরা তার কক্ষে ঢুকে অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে। ডাকাত দলে ছয়জন পুরুষের সঙ্গে একজন নারীও ছিলেন বলে তিনি জানান।

জাহানারা বেগমের ভাষ্য, “ওরা বলছিল, বেশি কথা বললে মেরে ফেলবে। পুলিশকে জানালে আবার আসবে।”

ওসি মো. মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *