ভারতীয় হাইকমিশন অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছিল জুলাই ঐক্য। আজ বুধবার বিকেলে রাজধানীর রামপুরা থেকে লংমার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন শুরু করে সংগঠনটি। এতে বিপুলসংখ্যক কর্মী অংশ নেন।
পরে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শুরুতেই পুলিশি বাধার মুখে পড়ে। বিকেল ৪টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের লং মার্চ থামিয়ে দেয় পুলিশ।
লং মার্চ এগোতে না পাড়ায় জুলাই ঐক্যের লোকজন প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।








