সোমবার, ৫ জানুয়ারি ২০২৬

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে এদিন সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান করছিলেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা থেকে জড়ো হয়ে সড়কে পরিবারসহ অবস্থান নিলে দুপুর ১২ টার দিকে তাদের সড়ক থেকে সরে যেতে বাধ্য করে পুলিশ। এর আগে ব্যবসায়ীর জড়ো হয়ে রাস্তায় নামার আগেই পুলিশের হাতে আটক হন বেশ কয়েকজন। এরপর সোনারগাঁও হোটেলের মোড়ে কয়েকশ ব্যবসায়ী অবস্থান নেন।

গত বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করা হয়। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সরকার এনইআইআর পদ্ধতি চালু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *