বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রণালয় থেকে প্রশাসনের কোন রদবদল করা হবে না। ইসি প্রয়োজন মনে করলে রদবদল করতে পারে।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করেছে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে তা অভিযোগ হিসেবে জানানোর আহ্বান করেন তিনি।
এসময় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত সঠিক না হলে সে বিষয়েও ইসিতে আপিল করার সুযোগ আছে উল্লেখ করে আপিল করার পরামর্শও দেন তিনি।








