শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

যুক্তরাজ্যে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন: কাগজের বদলে চালু হচ্ছে ই-ভিসা

যুক্তরাজ্য সরকার অভিবাসন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করতে কাগজের নথির পরিবর্তে ই-ভিসা (eVisa) চালু করেছে। এর ফলে ভিসা সংক্রান্ত তথ্য এখন থেকে সংরক্ষিত থাকবে অনলাইন ডিজিটাল রেকর্ডে।

ইভিসা (eVisa) হলো পাসপোর্টে থাকা ভিসা স্টিকার বা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (BRP)-এর ডিজিটাল বিকল্প। এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসকারী বা সেখানে যাওয়ার অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা তাদের কাজ, পড়াশোনা কিংবা থাকার শর্তাবলী অনলাইনে সহজেই দেখতে ও প্রমাণ করতে পারবেন।

চাকরিদাতা কিংবা বাড়িওয়ালার কাছে কাজ বা ভাড়ার অধিকার প্রমাণের জন্য ব্যবহার করা যাবে একটি শেয়ার কোড (Share Code)।

যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, যাদের কাছে বর্ত কাউন্ট তৈরি করে ইভিসায় প্রবেশাধিকার নিশ্চিত করতে বলা হয়েছে।এছাড়া যাদের পুরনো পাসপোর্টে Indefinite Leave to Remain (ILR) স্ট্যাম্প রয়েছে, তাদের No Time Limit (NTL) আবেদন করে ডিজিটাল ইভিসায় রূপান্তর করা প্রয়োজন।

বিদেশ ভ্রমণের আগে UKVI অ্যাকাউন্টের সঙ্গে বর্তমান পাসপোর্ট সংযুক্ত আছে কি না তা যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যথায় সীমান্তে জটিলতার আশঙ্কা রয়েছে।

UKVI জানিয়েছে, ইভিসা দেখা বা অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ফি দিতে হয় না। এ বিষয়ে প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *