২১ জানুয়ারি ২০২৬: সৌদি আরবের হাইল ও আশপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ধারিত কন্স্যুলার সেবার তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ২৩-২৪ জানুয়ারি ২০২৬ (শুক্রবার ও শনিবার) তারিখে হাইল-এ কন্স্যুলার সার্ভিস প্রদানের পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ০৬-০৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার ও শনিবার) তারিখে ইন্তেরাহা সামার পার্কে কন্স্যুলার সেবা প্রদান করা হবে।
হাইল ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কন্স্যুলার সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
কাউন্সেলর মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।








