সিলেটে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের জন্য কোনো আইনগত নিষেধাজ্ঞা নেই। সংবিধান, আরপিও বা গণভোট অধ্যাদেশে এমন কোনো বাধা উল্লেখ নেই বলে তিনি জানান।
তিনি বলেন, যারা আইনগত বাধার কথা বলছে তারা জনগণকে বিভ্রান্ত করছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই গণভোট গুরুত্বপূর্ণ, এবং এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ।
আলী রীয়াজ আরও বলেন: বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক নয়, এটি জুলাই অভ্যুত্থানের বৈধতার ওপর দাঁড়িয়ে আছে। সরকারের তিনটি মূল ম্যান্ডেট: সংস্কার, বিচার ও নির্বাচন। গণভোটে সরকারের পক্ষ নেওয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য (১৯৭২–২০২৪ পর্যন্ত ৪৮টি গণভোটের উদাহরণ উল্লেখ)
তিনি প্রধানমন্ত্রীর একক ক্ষমতার সমালোচনা করে বলেন, এক ব্যক্তির ইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল—এই ক্ষমতার অপব্যবহার বন্ধ করতেই জুলাই সনদ ও গণভোটের উদ্যোগ।








