রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর – উপদেষ্টা আসিফ নজরুল

আগামীর বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ ইতোমধ্যে বহুমুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

২৬ জানুয়ারি (সোমবার) ২০২৬, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি বাংলাদেশের শ্রমবাজারে গুণগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

ড. আসিফ নজরুল জানান, সৌদি আরবের তাকামল (Takamol) প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত দক্ষতা যাচাই কর্মসূচি (SVP) চুক্তির আওতায় বর্তমানে বাংলাদেশ প্রতি মাসে প্রায় ৬০ হাজার কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সনদ প্রদান করছে, যা সৌদি শ্রমবাজারের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ১০টি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমিকদের অধিকার, কল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এরই ধারাবাহিকতায় সরকার বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করেছে, যেখানে ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধসহ বিভিন্ন সুরক্ষামূলক বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরবের শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাসচিবসহ বিশ্বের ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *