রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই ওয়ার্ক ভিসা পুনরায় চালু হচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এই ভিসা কার্যক্রম শুরু হতে পারে বলে আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।

 ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৬, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমান সরকারের অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের উদ্যোগের প্রশংসা করেন।একই সঙ্গে বাংলাদেশি দক্ষ কর্মী-বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের-ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর জন্য সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ভিসার ওপর আরোপিত স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান তিনি।

জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে প্রাধান্য দেওয়ার অংশ হিসেবেই ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশের জন্য ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী প্রেরণের আগে দক্ষতা যাচাই এবং প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে অবহিত করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *