শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

বাংলাদেশিসহ প্রায় ৫ লাখ অবৈধ প্রবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

স্পেনে বাংলাদেশিসহ পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) বামপন্থি দল পোদেমোসের সঙ্গে সমঝোতার পর বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি রয়্যাল ডিক্রি বা বিশেষ নির্বাহী আদেশ জারি করার কথা রয়েছে। এর আওতায় যেসব বিদেশি নাগরিক গত বছরের ৩১ ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করে আসছেন এবং অন্তত পাঁচ মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধ আবাসনের সুযোগ পাবেন।

এছাড়া চলমান বহিষ্কার প্রক্রিয়া স্থগিতের পাশাপাশি নবায়নযোগ্য এক বছরের অস্থায়ী আবাসিক অনুমতিপত্রও দেয়া হবে। একই সঙ্গে মিলবে কাজের অনুমতি, সরকারি স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং সামাজিক নিরাপত্তা নিবন্ধনের সুযোগ।

দেশটির সরকার বলছে, এর মাধ্যমে প্রায় ৮ লাখ ৪০ হাজার অবৈধ অভিবাসীর একটি বড় অংশকে মূলধারায় আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *