রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

ইতালির আনকোনায় পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ দূতাবাস

ইতালির আনকোনা শহরে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ পাসপোর্ট বিতরণ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ দূতাবাস, রোম। ঢাকা থেকে প্রাপ্ত প্রস্তুত পাসপোর্ট বিতরণে দূতাবাসের একটি টিম আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) আনকোনায় দায়িত্ব পালন করবে।

পাসপোর্ট বিতরণ অনুষ্ঠিত হবে Corso Carlo Alberto 77 (Salesiani), Ancona ঠিকানায়, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
প্রস্তুত পাসপোর্টধারীদের ৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১টার মধ্যে পূর্ববর্তী পাসপোর্টের কপি ও ডেলিভারি স্লিপসহ passportdeliveryrome@gmail.com-এ ইমেইল পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে “Ancona” উল্লেখ করা বাধ্যতামূলক।

আনকোনায় বিতরণযোগ্য পাসপোর্টের তালিকা ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। তালিকাভুক্তদের নির্ধারিত দিনে মূল ডেলিভারি স্লিপ প্রদর্শনের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

নিজের পাশাপাশি সর্বোচ্চ চারজন নিকট আত্মীয়ের পাসপপোর্ট ক্ষমতাপত্র দেখিয়ে সংগ্রহ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *