শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

রামপুরায় ভবনের সিঁড়িঘরে হাত বাঁধা ঝুলন্ত মরদেহ: মৃত্যুর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া ও ভাঙচুর

রাজধানীর পূর্ব রামপুরায় একটি ভবনের সিঁড়িঘরের পানির ট্যাংকের পাইপ থেকে মো. হাসান ভূঁইয়া (৪৩) নামের এক ব্যক্তির রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের দুই হাত পেছনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত্যুর আগে স্ত্রীর সঙ্গে তার ব্যাপক ঝগড়া ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে পূর্ব রামপুরার একটি ভবনের ছাদের ওপর সিঁড়িঘরের পাশে পানির ট্যাংকের পাইপের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান ভূঁইয়া পূর্ব মালিবাগের মৃত মজিদ ভুঁইয়ার ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে পূর্ব রামপুরার ওই বাসায় থাকতেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে যে, গত রাতে নিহতের সঙ্গে তার স্ত্রীর তীব্র ঝগড়া হয়েছিল। ঝগড়ার একপর্যায়ে ঘরের ভেতরের ইন্টারনেট রাউটারসহ অন্যান্য আসবাবপত্র ছোড়াছুড়ি ও ভাঙচুর করা হয়। এরপরই সকালে তার হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি যখন উদ্ধার করা হয়, তখন সেটি নাইলনের রশিতে ঝুলছিল এবং নিহতের দুই হাত কাপড়ের টুকরা দিয়ে পেছনের দিকে বাঁধা ছিল। ঝুলন্ত লাশের হাত পেছনে বাঁধা থাকায় এটি নিয়ে এলাকায় ব্যাপক রহস্য ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এসআই মো. মাহবুবুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *