শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

নির্বাচনে ‘মারণাস্ত্র’ ব্যবহার করবে না বিজিবি: ৩৭ হাজার সদস্য মোতায়েন

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না। আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এ তথ্য জানান।
কর্নেল আবুল এহসান জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য বিজিবি দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এবারের নিরাপত্তা পরিকল্পনার মূল দিকগুলো হলো:
বিশাল মোতায়েন: দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
ঢাকা সেক্টরের অধীন ৯টি জেলা ও ৪টি সিটি কর্পোরেশনের ৫১টি আসনে মোট ১৩৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। এজন্য ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড এবং র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) নির্বাচনী মাঠে সক্রিয় থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবার আধুনিক প্রযুক্তির ওপর জোর দিচ্ছে বিজিবি। সদস্যরা দায়িত্ব পালনের সময়
বডি ওর্ন ক্যামেরা ও নাইট ভিশন ডিভাইস।মেটাল ডিটেক্টর ও এপিসি।
আধুনিক সিগন্যাল ও যোগাযোগ সরঞ্জাম।
নির্বাচনে কোনো ধরনের নাশকতার শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন,
“এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। আমাদের মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কোনো মারণাস্ত্র ব্যবহার করব না।”
তিনি আরও জানান, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিজিবি মোবাইল এবং স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে।
নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *