শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

সবশেষ

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি বিপদে পড়বে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের যে কোনো উদ্যোগ বিএনপির জন্যই নয়, বরং পুরো দেশের জন্য নতুন সংকট ডেকে আনতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার মতে, এমন সিদ্ধান্ত নিলে বিএনপিকে আবারও কঠিন বিপদের মুখে পড়তে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। এটি কেবল একটি দলের রাজনৈতিক ভুল হবে না, বরং দেশ আবারও অস্থিরতা ও সংকটের দিকে এগিয়ে যাবে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার সিদ্ধান্তের খেসারত দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে দিতে হয়েছে।

তার বক্তব্যে উঠে আসে, আওয়ামী লীগ একসময় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। সেই দলকে আবার রাজনীতিতে সক্রিয় করা মানে ফ্যাসিবাদকে নতুন করে জায়গা করে দেওয়ার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই একমাত্র পথ। তার মতে, গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *