অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে। সহজেই মেধা যাচাইয়ের জন্য মাধ্যমটি অল্পতেই গ্রহণযোগ্যতা পেয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ছবি বা ভিডিও একই হওয়ার পরও ব্যক্তিভেদে এর উত্তর ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
দৃষ্টিভ্রম ছবি অনেকে আবার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে থাকেন। এতে মূলত মস্তিষ্কের বিকাশ হয়। নিজেকে যাচাইও করা যায়। কেউ কেউ আবার উত্তর খুঁজে পেতে গিয়ে হিমশিমও খান। সবমিলে কৌতূহলের শেষ থাকে না দৃষ্টিভ্রম ছবি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দৃষ্টিভ্রম ছবিগুলোর মধ্যে একটি এই ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যালে ছড়িয়ে পড়া ছবিটিতে সবাই এক দল হাতি দেখতে পাচ্ছেন। নানা রঙেরর এই হাতির দলেই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। যার সঙ্গে প্রতিটি মানুষই পরিচিত। আর সেটি হচ্ছে ‘হৃদয়’ (হার্ট)।
ছবিটিতে থাকা সেই হার্ট খুঁজে পাওয়া অবশ্য সহজও নয়। কারণ, এখানে অসংখ্য হাতি রয়েছে। এর মধ্যে কোনো হাতির শুঁড়ে কলা, কারও মাথায় টুপি, আবার কারও গায় মালা পরানো। নানা রঙের এত হাতির মধ্যে একটি ‘হার্ট’ খুঁজে পাওয়া কিছুটা তো চ্যালেঞ্জেরই।
হার্টের রঙ গোলাপি রঙের। আর তা দেখতেও খুবই সুন্দর। এ কারণে হাতির সঙ্গে যেন মিশে গেছে। একবার-দুইবার দেখলে হয়তো চোখে পড়বে না হার্ট। তবে বেশ কয়েকবার খোঁজার পর হয়তো চোখে পড়তে পারে।
কি, হার্ট খুঁজে পেলেন। খুঁজে না পেলে কিছু উপায় বলে দেয়া যাক। এ প্রথমেই হার্ট আকৃতি খুঁজতে থাকুন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে থাকুন। তাতেও যদি না পান, তাহলে প্রতিটি হাতির গায়ে থাকা প্রজাপতিগুলোয় লক্ষ্য করতে থাকেন। এভাবে কিছুক্ষণ খোঁজার পর নিশ্চয় পাবেন। এখনও যদি খুঁজে পেয়ে না থাকনে তাহলে আপনার জন্য নিচে দেয়া রইল উত্তর।